স্ত্রী ওয়ান্ডা লারার সঙ্গে গতবছর থেকেই সম্পর্ক ভালো নেই আর্জেন্টিনার সাবেক ফুটবলার মাউরো ইকার্দির। গতবছর জুলাই থেকেই বিচ্ছিন্ন দুজনে। এবার পুলিশ ডেকে সাবেক পিএসজি তারকাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন ওয়ান্ডা।
ওয়ান্ডার অভিযোগ, ইকার্দি তাকে হুমকি দিয়েছেন এবং বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করেছেন। পরে শনিবার ভোরে পুলিশ ইকার্দিকে ঘুম থেকে জাগিয়ে তুলে বাড়িতে তল্লাশি চালান। অস্ত্র থাকার অভিযোগ থাকলেও তবে অস্ত্রের সন্ধ্যান পায়নি পুলিশ। পরে ওয়ান্ডার বাড়ি থেকে ৩১ বর্ষী ইকার্দিকে বের করে দেন। পাশাপাশি ওয়ান্ডা ও তার বাড়ি থেকে দূরে থাকতে নির্দেশ দেন।
ওয়ান্ডা বলেছেন, ‘আমি তাকে আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম। যেমনটা আমি আমার প্রাক্তন স্বামী ম্যাক্সি লোপেজ হলেও করতাম। ২৫ নভেম্বরের মধ্যে সে বাড়ি ছেড়ে যাওয়ার কথা ছিল।’
গত নভেম্বরে ইউরোপা লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে হাঁটুতে গুরুতর চোট পান গ্যালতাসারায় ফরোয়ার্ড। দীর্ঘদিনের জন্য মাঠ থেকে ছিটকে গিয়ে অস্ত্রোপচারের জন্য তুরস্ক ছেড়ে আর্জেন্টিনায় আসেন ইকার্দি। সেখানে ওয়ান্ডা নারার বাড়িতে ওঠেন।
এদিকে ইকার্দির আইনজীবী লারা পিরো ঘটনাকে লজ্জাজনক এবং অনৈতিক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘এটি একটি মিথ্যা অভিযোগ, যার জন্য ওয়ান্ডাকে আদালতের কাছে জবাব দিতে হবে।’
ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়েই আলোচিত-সমালোচিত হয়েছিলেন ইকার্দি। বিশেষ করে বন্ধু ম্যাক্সি লোপেজের স্ত্রী ওয়ান্ডাকে বিয়ে করে বিতর্কিত হয়েছিলেন।