০৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৫৬:০৫ পূর্বাহ্ন


মোহনপুরে বিনা মূলে বীজ ও সার বিতরণ
মোহনপুর প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
মোহনপুরে বিনা মূলে বীজ ও সার বিতরণ মোহনপুরে বিনা মূলে বীজ ও সার বিতরণ


রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুল ইসলাম, প্রাণীসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার রাজিব আহমেদ, খাদ্য অফিসার নুরন্ববী সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ হাজার ২৫০ জন এর মধ্যে গম ৫০ জন, ভুট্টা ৫০ জন, সরিষা ৭ হজার জন, মসুর ৫০ জন, শীতকালীন পেঁয়াজ ৫০ জন, খেসারি ১০ জন ও অড়হর ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পযায়ক্রমে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।