২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:২৪:৫৬ অপরাহ্ন


রাজশাহীতে নিসচা’র দুইটি কর্মসূচীর আয়োজন
মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৪
রাজশাহীতে নিসচা’র দুইটি কর্মসূচীর আয়োজন রাজশাহীতে নিসচা’র দুইটি কর্মসূচীর আয়োজন


নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার আয়োজনে মাসব্যাপী কর্মসূচীর শেষদিনে আজ বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুইটি কর্মসূচীর আয়োজন করা হয়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ সাইবার নিরাপত্তা সচেতনতা এবং সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ ফিরোজ আলী, বিভাগীয় প্রধান, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম সরকার, ছাত্র কল্যান পরিচালক ও বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,রুয়েট।

উপস্থাপনা ও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ। উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা ওয়ালিউর রহমান, সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য- সবুজ আলী প্রমুখ।

বিকেলে ভদ্রার মোড়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় গত ২৯ অক্টোবরে সড়ক দূর্ঘটনায় নিহত শিশুর আত্মার শান্তি কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পথচারী,যাত্রী,চালকসহ সকলকে দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে আগামীর বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখার আহবান জানানো হয়।