২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:৪৮:২৫ পূর্বাহ্ন


তানোরে বিপুল পরিমান চোলাই মদ-সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৪
তানোরে বিপুল পরিমান চোলাই মদ-সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার তানোরে বিপুল পরিমান চোলাই মদ-সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার


রাজশাহীর তানোরে পৃথক অভিযানে ১৫০৭ লিটার চোলাই মদ (চুয়ানি) সহ ৩জন পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টায় তানোর থানাধীন কচুয়া কাজিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: শ্রী শান্ত সিং (২৬), সে তানোর থানার কচুয়া কাজিপাড়া গ্রামের মৃত বাবলু সিং এর ছেলে,  শ্রী মিঠুন সিং (৩৫), ও শ্রী মিন্টু সিং (৩৮), একই এলাকার মৃত বাবলু সিং এর ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারীরা অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ (চুয়ানি) উৎপাদন করে তানোর থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করে।

এ ব্যপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।