০১ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৭:৩৩:৫১ পূর্বাহ্ন


রুয়েটে প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৪
রুয়েটে প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রুয়েটে প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স (আইকিউএসি)- এর উদ্যোগে ২০২৩-২০২৪ সেশনে ভর্তিকৃত প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে “OBE Orientation for 1st Year Student” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় মিলনায়তন এ  কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় পুরকৌশল অনুষদ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ এবং যন্ত্রকৌশল অনুষদভুক্ত সকল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।  

দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধানগণ, রিসোর্স পারসনগন, দপ্তর ও শাখা প্রধানগন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।