০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৩৮:০৩ অপরাহ্ন


জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার
নিরেন দাস (জয়পুুরহাট) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২২
জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার


জয়পুরহাটে ১১৩ বোতল ফেন্সিডিলসহ শাকিল বাবু নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

রবিবার (১০ এপ্রিল) গভীর রাতে হাকিমপুর উপজেলার নওদাপাড়া বড়চড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী শাকিল বাবু হাকিমপুর উপজেলার নওদাপাড়া বড়চড়া গ্রামের মো.আশরাফুল ইসলামের ছেলে।

অভিযান পরিচালনা করেন র‍্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো.মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারী শাকিল বাবু স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধ ভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান,পরবর্তীতে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ