২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:২৬:১৮ অপরাহ্ন


কার সঙ্গে কোন রঙের লিপস্টিক মানানসই?
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৪
কার সঙ্গে কোন রঙের লিপস্টিক মানানসই?


লিপস্টিক একজন নারীর সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে শুধু লিপস্টিক বাছাই করলেই হবে না, আপনার ত্বকের সঠিক রঙের সঙ্গে মানানসই লিপস্টিক নির্বাচন করাটাও খুবই জরুরি। ভুল রঙের লিপস্টিক আপনার লুককে নষ্ট করতে পারে, আবার সঠিক রঙের লিপস্টিক আপনার চেহারায় যোগ করতে পারে এক আলাদা উজ্জ্বলতা। আপনার গায়ের রঙের সঙ্গে কোন লিপস্টিক পারফেক্ট হবে, তা জেনে নিন।

ফর্সা ত্বকের জন্য : ফর্সা ত্বকের অধিকারীরা সাধারণত উজ্জ্বল এবং হালকা শেডের লিপস্টিক ব্যবহার করলে সবচেয়ে ভালো মানায়। এই ধরনের ত্বকের জন্য পিচ, হালকা গোলাপি, মউভ, লাইট কোরাল শেডগুলো চমৎকার কাজ করে। বিশেষ কোনো উৎসবে রেড লিপস্টিকও পরতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন এটি উজ্জ্বল শেডের না হয়, বরং একটু ডিপ শেডের রেড হলে আপনার ফর্সা ত্বকের সঙ্গে আরো বেশি মানানসই হবে।

শ্যামলা ত্বকের জন্য: শ্যামলা ত্বকের জন্য লাল, বারগান্ডি, টেরাকোটা, কপার বা ব্রিক শেডের লিপস্টিক বেশ মানায়।

এছাড়া মেরুন, ব্রাউন ও প্লাম শেডের লিপস্টিকও শ্যামলা ত্বকে দারুণ কাজ করে। এ ধরনের লিপস্টিক ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে আরো বৃদ্ধি করে এবং পুরো লুককে আকর্ষণীয় করে তোলে।

উজ্জ্বল শ্যামলা ত্বকের জন্য: উজ্জ্বল শ্যামলা ত্বকের জন্য উষ্ণ শেডের লিপস্টিক বেছে নিলে আপনার লুক আরও প্রাণবন্ত দেখাবে। কোরাল, কপার, ব্রাউন, বেরি শেডের লিপস্টিক এই ত্বকে বেশ মানায়।

অফিস বা ডে টাইম মেকআপের জন্য কোরাল বা গোলাপি লিপস্টিক ব্যবহার করতে পারেন, আর রাতের অনুষ্ঠানে একটু গাঢ় রঙের বারগান্ডি বা ডিপ রেড লিপস্টিক দিয়ে আকর্ষণীয় লুক তৈরি করতে পারেন।

কালো ত্বকের জন্য: কালো ত্বকের জন্য ডার্ক শেডের লিপস্টিক পারফেক্ট। মেরুন, ডার্ক চেরি, ডিপ প্লাম, বারগান্ডি এবং চকোলেট ব্রাউন শেডগুলো কালো ত্বকের জন্য আদর্শ। এই ধরনের শেড আপনার ত্বককে আরো উজ্জ্বল দেখাবে এবং একটি মসৃণ লুক দেবে। তবে খুব হালকা বা ন্যুড শেড এড়িয়ে চলাই ভালো, কারণ এটি আপনার ত্বকের সঙ্গে ভালোভাবে মানিয়ে উঠতে পারে না।

উষ্ণ বা হলুদ আভাযুক্ত ত্বকের জন্য: যাদের ত্বকে হলুদ আভা রয়েছে, তারা একটু গাঢ় এবং উষ্ণ শেডের লিপস্টিক বেছে নিতে পারেন। পিচ, কোরাল, লাল, বারগান্ডি, গোলাপি শেডের লিপস্টিক এই ধরনের ত্বকে সবচেয়ে ভালো মানাবে। এ ছাড়া ডিপ ব্রাউন বা ব্রোঞ্জ শেডও আপনাকে ভিন্ন রকম এক গ্ল্যামারাস লুক এনে দেবে।

কিছু টিপস: লিপস্টিক বেছে নেয়ার সময় আপনার পোশাকের রং এবং পুরো লুকের সাথে মিল রেখে নির্বাচন করুন। দিনের বেলায় সাধারণত হালকা শেড ভালো লাগে, আর রাতের পার্টিতে গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার করলে চেহারায় গ্ল্যামার যোগ হবে। ত্বকের আর্দ্রতা বজায় রেখে লিপস্টিক লাগানোর আগে ঠোঁট ময়েশ্চারাইজ করতে ভুলবেন না।

গায়ের রঙ অনুযায়ী লিপস্টিক নির্বাচন করলেই আপনার লুক আরো আকর্ষণীয় ও চমৎকার হয়ে উঠবে। তাই এখন থেকে লিপস্টিক কেনার সময় অবশ্যই ত্বকের রঙের সঙ্গে মানিয়ে সঠিক শেডটি বাছাই করুন।