২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৫৫:০৪ পূর্বাহ্ন


আলোকচিত্রীর উপর রেগে গিয়েও ক্ষমা চাইলেন হৃতিক
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৪
আলোকচিত্রীর উপর রেগে গিয়েও ক্ষমা চাইলেন হৃতিক আলোকচিত্রীর উপর রেগে গিয়েও ক্ষমা চাইলেন হৃতিক


আবারও একসঙ্গে দেখা গেল হৃতিক রোশন ও সাবা আজ়াদকে। বৃহস্পতিবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের স্ত্রীর জন্মদিন উপলক্ষে শহরের এক রেস্তরাঁয় সাবাকে নিয়ে হাজির হন অভিনেতা। তাঁদের একসঙ্গে দেখমাত্রই প্রায় ঝাঁপিয়ে পড়েন আলোকচিত্রীরা। যার ফলে গাড়ি থেকেই নেমেই খানিক থমকে যান সাবা। অস্বস্তি হতে থাকে তাঁর। তাতেই যেন মেজাজ হারান হৃতিক।

আলোকচিত্রীরা মুম্বইয়ের একটি রেস্তরাঁর বাইরে হৃতিক রোশন এবং সাবা আজাদকে ক্যামেরাবন্দি করেন। সেখানে সিদ্ধার্থ আনন্দের সঙ্গেও পোজ় দিয়েছিলেন যুগল। কিন্তু, সাবার ঢুকতে অসুবিধে হতেই যেন খানিক চিৎকার করে ওঠেন অভিনেতা। তার পর হাত ধরে সাবাকে গাড়ি থেকে নামিয়ে রেস্তোরাঁয় ঢুকিয়ে দিতেই নিশ্চিন্ত। বাড়ি ফেরার পথে অবশ্য আলোকচিত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন অভিনেতা।

দিন কয়েক আগেই সাবা অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠদান করেছেন তিনি। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নাকি তাঁর হাতে কাজ কমে গিয়েছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তাঁর আর কাজের কী প্রয়োজন! তাতে বেশ আহত হন সাবা। তার পর থেকেই হৃতিকের সঙ্গে প্রকাশ্যে সে ভাবে দেখা যেত না তাঁকে। কিন্তু, অনুষ্ঠান উপলক্ষে ফের জুটিতে প্রকাশ্যে এলেন তাঁরা।