১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ০৩:১৭:১০ অপরাহ্ন


নেত্রকোনায় পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকা ডুবে ২ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৪
নেত্রকোনায় পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকা ডুবে ২ জনের মৃত্যু ছবি: সংগৃহীত


নেত্রকোনার কলমাকান্দায় পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকা ডুবে শিশুসহ একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর ইউয়নের হরিনধরা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়ির আঙ্গিনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৮) ও তার ভাই বিপ্লব তালুকদারের ছেলে অমিত তালুকদার (৮)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা। ঋতু কলমাকান্দা সরকারি কলেজে স্নাতকের এবং অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে হরিণধরা মাস্টার বাড়ি পূজামণ্ডপে একই পরিবারের ছয়জন দুর্গাপূজায় অঞ্জলি দেওয়ার জন্য ছোট একটি নৌকা করে বের হন। বাড়ির পেছনে কালীবাড়ি খাল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য চারজন সাঁতরে তীরে উঠলেও ঋতু ও অমিত পানিতে ডুবে যায়। খবরে পেয়ে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।