২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৬:৫২:৪৩ অপরাহ্ন


ব্রা ঢেকে রাখো', আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৪
ব্রা ঢেকে রাখো', আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে ব্রা ঢেকে রাখো', আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে


আলানা পান্ডেকে সম্প্রতি দ্য ট্রাইব নামক একটি শোতে দেখা গিয়েছিল। সেখানে তিনি একটি পর্বে 'টপ ছাড়া, ভুল করে খালি অন্তর্বাস পরে'ই অনস্ক্রিন ধরা দিয়েছিলেন। এরপরই তাঁকে কটাক্ষ করেছেন তাঁর বাবা চিক্কি পান্ডে।

আলানা পান্ডে সম্প্রতি তাঁর নতুন শো দ্য ট্রাইবের প্রচারে ব্যস্ত। তবে এবার একটি অভিনয় কায়দায় সেই শোয়ের প্রচার করলেন তিনি।

সোমবার, ৭ অক্টোবর অনন্যা পান্ডের খুড়তুতো বোন এবং চাঙ্কি পান্ডের ভাইঝিকে তাঁর শোয়ের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। সেখানে দেখা যাচ্ছে তাঁরা অর্থাৎ তাঁর গোটা পরিবার আড্ডা দিচ্ছে তখনই তাঁর বাবা চিক্কি পান্ডে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। 

আলানার পোশাক দেখে আলানাকে চিক্কি বলেন, 'তুমি কি কোনও ভাবে টপ পরতে ভুলে গেছ?' বাবার কথা শুনে চমকে ওঠেন আলানা। তাঁকে সেখানে মিন্ট রঙের একটি ব্রালেট পরে থাকতে দেখা হচ্ছে। সঙ্গে সাদা প্যান্ট। ফলে বাবার মুখে তিনি এমন কথা শুনে বলেন, 'তুমি কি পাগল হলে?' তাঁর মাও বলে ওঠেন, 'এতে খারাপ কী আছে?' তখন চিক্কি পান্ডে জানান তাঁর মেয়ের উচিত একটা শার্ট পরা।

তিনি গোটা বিষয়টা ব্যাখ্যা করে বলেন, 'এটা লাস ভেগাস নয়। এটা বান্দ্রা। ব্রা ঢেকে রাখা উচিত সবসময়।' যদিও এরপরও আলানা তাঁকে বোঝাতে চান যে এটা ব্রালেট। ব্রা নয়। কিন্তু তিনি সেই একই কথায় আটকে থাকেন।

অনেকেই এই ভিডিয়ো দেখে আলানার বাবাকেই সমর্থন করেছেন। কেউ আবার তাঁর ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করেছেন। একজন লেখেন, 'চিক্কি পান্ডে একদম ঠিক লিখেছেন।' আরেকজন লেখেন, 'বাড়ির সবার সঙ্গে কীভাবে বসা উচিত সেটা শিখতে হয়। জানতে হয়।' কেউ আবার লেখেন, 'উনি কী পরবেন আর পরবেন না সেটা ওঁর বাবা কখনও ঠিক করতে পারেন না তাও এই বয়সে।'