০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৩১:৫৯ অপরাহ্ন


গাছের সাথে শত্রুতা !
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২২
গাছের সাথে শত্রুতা ! গাছের সাথে শত্রুতা !


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নামোমুশরীভূজা গ্রামে জমিজমার জের ধরে আপন ভাইয়ের বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার একই গ্ৰামের পাতানু মোল্লার ছেলে শাহজামালের বাড়ির সামনে লাগানো বাগান কাটে তার ভাই মাইনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, পিতার নিকট থেকে ক্রয়কৃত জমি দীর্ঘদিন যাবত শাহজামাল ভোগদখল করে আসছিল।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে শাহজামালের আমের গাছ সহ বিভিন্ন জাতের গাছ  হাঁসুয়া দিয়ে কেটে ফেলে। পরে বাড়িতে এসে তারা দেখে গাছ কাটার বিষয় জানতে চাইলে মাইনুল ইসলাম তার ভাইকে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং মারমুখী আচরণ করে মাইনুল ও তার ছেলে ইউসুফ আলী।পরে এলাকাবাসী এসে তাদেরকে থামালে অবস্থা শান্ত হয়।এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তিভোগী শাহজামাল।

ঘটনার বিষয়ে জানতে মাইনুল ইসলামের বাড়িতে গিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।তাই তার মন্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান,এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর সময় / এম আর