১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৪৫:০৫ অপরাহ্ন


ফুলবাড়ীতে আটক চোরের শাস্তি গানের তালে নাচ!
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
ফুলবাড়ীতে আটক চোরের শাস্তি গানের তালে নাচ! ফুলবাড়ীতে আটক চোরের শাস্তি গানের তালে নাচ!


এতোদিন দেখা যেতো, চোর কিংবা ডাকাত সদস্যদের ধরলে তাদেরকে বেদম পিটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতো জনগণ। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর চিত্র দেখা মিলছে একটি ব্যতিক্রমধর্মী। শাস্তি অনুযায়ী বেদম প্রহার শেষে বিভিন্ন হিন্দি ও বাংলা গানের সাথে তাল মিলিয়ে নাচানো হচ্ছে অপরাধীদের। তারপর হয় ছেড়ে দেয়া হচ্ছে নয়তো তুলে দেয়া হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে।

ঠিক এমনটাই দৃশ্য এবার দেখা মিলল দিনাজপুরের ফুলবাড়ীতে। পাহারাদারের মোবাইল ও টাকা চুরি করে পালানোর সময় ধরা পড়া একটি চোরকে সেই কায়দায় গানের সাথে সাথে নাচিয়েছেন স্বেচ্ছায় পাহারারতরা। নাচের সেই ভিডিওটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটায় পৌরএলাকার কাটাবাড়ীতে নতুন নির্মাণাধিন মসজিদ পাহারারত এক ব্যক্তি ক্ষণিকের জন্য ঘুমিয়ে পড়লে তার মোবাইল ফোনসহ কিছু টাকা নিয়ে দৌঁড়ে পালিয়ে যায় একটি চোর। পরে তাকে দৌঁড়াতে দেখে সন্দেহ হলে পাহারারত একদল যুবক মোটরসাইকেল নিয়ে তাড়া করে আটক করে সেই চোরকে। পরে সে চোরকে ফুলবাড়ী পৌরবাজারের পাহারারত স্বেচ্ছা কমিটির কাছে নিয়ে আসা হয়। সেখানে চোরটির শাস্তি হিসেবে তাকে বিভিন্ন গানের সাথে তাল মিলিয়ে নাচতে বলা হয়।

এসময় সাবেক পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক, উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক, পৌরএলাকার ৮নং কাঁটাবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি পলাশ দাস বাপ্পী, মো. শাহাজাহান, সাধারণ শিক্ষার্থী স্মরণ সরকার, সরল, রাজিন হক, স্মরণ সাহা, হাসান, রিফাত, হিমেলসহ আরো অনেকে প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাহারারত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এলাকার যুবকরা চোরটিকে ঘিরে বিভিন্ন বাংলা ও হিন্দি গানের সাথে নাচছেন যুবকরা সেই সাথে নাচতে বাধ্য করা হচ্ছে আটক চোরটিকে। পরে তালে তাল মিলিয়ে নাচতে দেখা যায় চোরটিকেও। তবে চোরটির নাম ঠিকানা জানা যায়নি।

সাধারণ শিক্ষার্থী স্মরণ সরকার ও রাজিন হক বলেন, আমাদের মোটরসাইকেল টহলদল টলহলরত অবস্থায় একটি যুবককে দৌঁড়াতে দেখে সন্দেহ হতে তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, কাটাবাড়ীতে নতুন নির্মাণাধিন মসজিদের কাছে এক পাহারাদারের মোবাইল ও টাকা চুরি করে পালাচ্ছিল সে। পরে তাকে তল্লাশি চালিয়ে মোবাইলসহ টাকা ও দুইটি ব্লেড উদ্ধার করা হয়। পরে পৌরবাজারে স্বেচ্ছায় পাহারারত বিশিষ্ট ব্যক্তিদের কাছে নিয়ে আসলে তাকে শাস্তি হিসেবে গানের সাথে নাচানো হয়।

স্বেচ্ছায় পাহারারত উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক ও আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি পলাশ দাস বাপ্পী বলেন, গত ৫ আগস্ট থেকে প্রতিরাতে বিভিন্ন এলাকায় এলাকায় স্বেচ্ছা পাহারায় আমরা নিয়োজিত আছি। মঙ্গলবার দিবাগত রাতে যুবকদের একটি দল টহলরত অবস্থায় চোরটিকে আটক করে। তারপর চোরটিকে আমাদের কাছে নিয়ে আসলে, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের কাছে আর চুরি না করার প্রতিজ্ঞা করলে তাকে ছেড়ে দেয়া হয়। জানা যায় তার বাড়ী পৌরএলাকার গৌরীপাড়ায়। সে একটি হত্যা মামলার আসামী বর্তমানে চুরি করে। পরে যুবকরা তাকে শাস্তিস্বরূপ গানের তালে নাচিয়েছে।