১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৪০:২৭ অপরাহ্ন


ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ মাদক নির্মূলে মতবিনিময়
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ মাদক নির্মূলে মতবিনিময় ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ মাদক নির্মূলে মতবিনিময়


দেশের সৃষ্ট পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সমাজ থেকে মাদক নির্মূলকল্পে দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার (১৪ আগস্ট) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী সীমান্তবর্তী রুদ্রানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. মোস্তাফিজার রহমান, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলাম, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মানিক রতন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, ছাতা, বাইসাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিজিবি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা, সিপাহী, এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।