০৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১১:৪২:১৪ অপরাহ্ন


রংপুর মহানগর পুলিশ কমিশনার ও ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
রংপুর মহানগর পুলিশ কমিশনার ও ডিআইজিকে বাধ্যতামূলক অবসর রংপুর মহানগর পুলিশ কমিশনার ও ডিআইজিকে বাধ্যতামূলক অবসর


রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেনকে জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

মঙ্গলবার ( ১৩ আগস্ট) দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

রংপুর মহানগর এলাকায় সংঘাত সংঘর্ষে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সরকারি হিসেবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ ১০ জন মারা যায়। আবু সাঈদ হত্যাকান্ডের ঘটনার এফআইআর এবং একজন একাদশ শ্রেণির শিক্ষার্থীসহ অসংখ্য কিশোরকে আসামী করা নিয়ে বির্তকের মুখে পড়েছিল পুলিশ।