১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৫৯:৩৮ অপরাহ্ন


আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাব্বি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৪
আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাব্বি নিহত শিক্ষার্থী বেলাল হোসেন রাব্বি । ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী বেলাল হোসেন রাব্বি। বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।   

জানা গেছে, সোমবার (৪ আগস্ট) বিকাল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলামোটর এলাকার একটি ভবন থেকে এলোপাথাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হন রাব্বি। 

ঘটনার প্রত্যক্ষদর্শী রাব্বির বন্ধু রিয়াজ বলেন, এ সময় রাব্বিসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। একজনের মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, আর একজন মেয়েও গুলিবিদ্ধ হয়েছিলো। তাৎক্ষণিকভাবে রাব্বিকে বারডেম হাসপাতালে নেওয়া হলে ডাক্তার ঢাকা মেডিকেলে রেফার করেন। পরদিন তাকে আইসিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়েছে। 

রাব্বির গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চৌমুহনীতে। তিনি ঢাকায় বিএডিসি স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। উচ্চমাধ্যমিক শেষ করে বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন। পাশাপাশি কাকরাইলে একটি বহুতল বাণিজ্যিক ভবনে লিফটম্যানের চাকরি করতেন রাব্বি। তার বাবা ৪ বছর আগে মারা গেছেন। মা ও ৩ ভাইবোনের সংসারে উপার্জনের একমাত্র হাতিয়ার ছিলেন রাব্বি। 

ওইদিন দুপুরেই বিএডিসি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে রাব্বিকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।