১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৫৩:২১ অপরাহ্ন


ঠাকুরগাঁওয়ে বাস-তেলবাহী ট্যাংকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২৪
ঠাকুরগাঁওয়ে বাস-তেলবাহী ট্যাংকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ছবি: সংগৃহীত


ঠাকুরগাঁও সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের সত্যপীর ব্রিজ এলাকায় বাস-তেলবাহী ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাইটকোচের শ্যামলী এন্টারপ্রাইজ নামক একটি বাসের সঙ্গে তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ট্রাকের চালক মো. শাহাদাত (৪৫) নিহত হন। নিহত শাহাদাত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা।

এছাড়া গুরুতর আহত অবস্থায় শ্যামলী কোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ হোসেনকে (৩০) স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সানাউল্লাহর বাসা ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার চামেশ্বরী গ্রামে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। একজনকে মৃত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যজনকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।