১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:৫১:৩৯ অপরাহ্ন


বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ফুলবাড়ীতে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ফুলবাড়ীতে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ফুলবাড়ীতে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন


সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার পাদদেশে নিহতদের আত্মার শান্তিকামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক, শ্রমিক নেতা হামিদুল হক, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, শিক্ষক সঞ্জিত প্রসাদ জিতু, শিক্ষক সঞ্চয় চক্রবর্তী, অভিভাবক আজমিরা পারভীন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিহাব হোসেন, আল হামিম হিমু, উৎপল মণ্ডল, সুলভ সাহা, গোলাম রাব্বী, সাইদ হাসান শুভ, স্মরণ সরকার প্রমুখ।

পরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

ফুলবাড়ী উপজেলা শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ব্যানার ও মোমবাতি প্রদান করে সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয়।