১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:৪৪:৩৩ অপরাহ্ন


বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৪
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত শাকিব (২৪) কুষ্টিয়ার মিরপুরের ইমরুলের ছেলে। অপরজনের নিহতের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা আহলাদীপুর হাইওয়ে থানার (উপপরিদর্শক) মো. জুয়েল রানা। 

এর আগে সকাল ৭টার দিকে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নাজিমদ্দিন সেখ (৫০), পৌরসভার মুন্সিপাড়া গ্রামের আহেজ আলীর সেখের ছেলে রাজু (৪০), ফিরোজা (৫) ও অজ্ঞাত (৩৫)।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার ৮টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী লোকাল আমানতশাহ বাসটি কামালদিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে যান দুটি খালের মধ্যে গিয়ে পড়ে। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার তৎপরতা পরিচালনা করেন।