নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুরা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হাসেমপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহত মাসুরা একই এলাকার সুরাত আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, নিজ বাড়িতে ধান মাড়াই করা মেশিনে বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। সেই মেশিনে স্পর্শ করা মাত্র মাসুরা বেগম বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।