বগুড়ার শেরপুরে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার (৪ এপ্রিল) রাত পোনে ১২টার দিকে শেরপুর থানাধীন সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো: সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন দক্ষিন ভাদিয়ালী গ্রামের মৃত- নজরুল ইসলামের ছেলে মোঃ কারিমুল ইসলাম (৩৮) ও ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মোঃ রাসেল (২২)।
এসময় তাদের কাছ হতে ৪৭৬ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল ফোন, নগদ- ৩,৪৩৯(তিন হাজার চারশত ঊনচল্লিশ) টাকা এবং ১টি ট্রাক (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪) জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
র্যাব জানায়, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৮ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময়/এএইচ