২৮ জুন ২০২৪, শুক্রবার, ০৩:৪০:২২ অপরাহ্ন


স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সম্পন্ন হয় সোনাক্ষী-জাহিরের বিয়ে
তামান্না হাবিব নিশু
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২৪
স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সম্পন্ন হয় সোনাক্ষী-জাহিরের বিয়ে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি: সংগৃহীত


বলিউড তারকা সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল দীর্ঘ সাত বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধলেন। রোববার (২৩ জুন) রাতে মুম্বাইয়ে নিজ নিজ ধর্ম বিশ্বাস হৃদয়ে রেখে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সম্পন্ন হয় সোনাক্ষী-জাহিরের বিয়ে। এসময় পরিবারের সদস্য ছাড়াও এ দম্পতির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুরু থেকেই জাহিরের বাবা-সাফ জানিয়েছিলেন, এই বিয়েতে কেউ কোনও ধর্ম পরিবর্তন করছেন না। এটা শুধুই ভালোবাসার বিয়ে। যেমন বলা তেমনই কাজ। কেউ কারও ধর্ম পরিবর্তন না করে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী রেজিস্ট্রি বিয়ে করেছেন তারা।

বিয়ের পর সোনাক্ষী তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেন। এতে তিনি লেখেন— ‘সাত বছর আগে (২৩.৬.২০১৭) এই দিনে আমরা একে অপরের চোখে ভালোবাসার শুদ্ধতম রূপ দেখেছিলাম এবং তা ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ সেই ভালোবাসার জয় হয়েছে।’

২০১৭ সাল থেকে চুটিয়ে প্রেম করে আসছিলেন। ২০২২ সালে অ্যামি ভির্ক ও আশিস কৌরের গাওয়া ‘ব্লকবাস্টার’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন জাহির ইকবাল ও সোনাক্ষী।