২৮ জুন ২০২৪, শুক্রবার, ১১:৪০:৩১ পূর্বাহ্ন


বিয়ে সারলেন সোনাক্ষী-জ়াহির
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২৪
বিয়ে সারলেন সোনাক্ষী-জ়াহির বিয়ে সারলেন সোনাক্ষী-জ়াহির


বিয়ে সারলেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কা র হয়ে যায়। মেহেন্দির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজোপাঠ সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে ছবিশিকারিদের।

রবিবার সকালেই আইনি ভাবে বিয়ে সারেন জ়াহির-সোনাক্ষী। যদিও বিয়ে করতে যাওয়ার আগে বান্দ্রার একটি মসজি়দ থেকে বেরোতে দেখা যায় জ়াহিরকে। তার পর থেকেই উৎকণ্ঠা, কখন নববধূর রূপে দেখা যাবে সোনাক্ষীকে। অবশেষে প্রকাশ্যে এল নবদম্পতির ছবি।

শোনা যাচ্ছিল, বিশেষ দিনের জন্য সাদা রং বেছে নিয়েছেন সোনাক্ষী। জ়াহির ইকবালের বাড়ি থেকে সেই পোশাক পাঠানো হয়েছে নববধূর কাছে। গাড়িতে করে সেই সাদা লেহঙ্গা নিয়ে যাওয়ার সময় ছবিশিকারিদের ক্যামেরায় তা ধরা পড়ে। ভিডিয়োটি মুহূর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনন্যা বলিউড তারকারা।

রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জ়াহিরের রিসেপশনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনও রঙের পোশাক পরেন।

সাদা পোশাকে বিয়ের আসরে যাওয়ার কথা ছিল জুটির। পরিকল্পনামাফিক সাদা শাড়ি ও পাঞ্জাবিতে সেজেছেন সোনাক্ষী-জ়াহির।