২৮ জুন ২০২৪, শুক্রবার, ০৬:৩২:৩১ পূর্বাহ্ন


বিয়ের পর কি ধর্ম বদলাবেন সোনাক্ষী
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৪
বিয়ের পর কি ধর্ম বদলাবেন সোনাক্ষী বিয়ের পর কি ধর্ম বদলাবেন সোনাক্ষী


বিয়ের আগে থেকেই নানা বিতর্কের মধ্যে পড়ে সোনাক্ষী-জাকির। আগামী ২৩ জুন সাত পাকে বাধা পড়তে চলেছেন তাঁরা। বিয়ের আগেই হবু বরের বাবা ইকবাল রতনসি বড় কথা বলে দিলেন বউমাকে নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিরের বাবা বলেছেন, 'বিয়েতে হিন্দু বা মুসলিম কোনও আচার-অনুষ্ঠান থাকবে না। এটি একটি আইনগত বিয়ে।'

জাহিরের বাবা এ-ও স্পষ্ট জানিয়ে দেন যে, বিয়ের পর সোনাক্ষী নিজের ধর্ম পাল্টাবেন না। তিনি বলেন, 'এটি নিশ্চিত যে তিনি ধর্ম পরিবর্তন করছেন না। তাদের এটা মনের মিলন। এতে ধর্মের কোনও ভূমিকা নেই।'

জাহিরের বাবা আরও বলেন, 'আমি মানবতায় বিশ্বাস করি। দেবতাদের হিন্দুরা ভগবান বলে আর মুসলিমরা আল্লাহ বলে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। আমার আশীর্বাদ জাহির এবং সোনাক্ষীর সঙ্গে আছে।'

বিয়ের কথা ওঠার সঙ্গে তাতে নাকি মত নেই শত্রুঘ্ন সিনহার। সেই খবর ছড়িয় পড়া মাত্রই এই বিষয়ে মুখ খুলেছেন সুপারস্টার। তিনি জানিয়ে দিয়েছেন যে জাহিরকে খুবই পছন্দ তাঁর। এবার বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনেই হবু জামাইয়ের সঙ্গে ফ্রেমবন্দি হলেন শত্রুঘ্ন। 

বৃহস্পতিবার রাত থেকেই মুম্বইয়ে শুরু হয়েছে সোনাক্ষী ও জাহিরের বিয়ের অনুষ্ঠান। প্রাকবিবাহ সেই অনুষ্ঠানে হাজির দুই পরিবারই। সেখানে সব লাইমলাইট কেড়ে নিলেন বর্ষীয়ান অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা। পাপারাজ্জিদের সামনে হবু জামাই জাহির ইকবালের সঙ্গে পোজ দিলেন অভিনেতা। সেই ছবি ও ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

সোশ্যাল মিডিয়ায় যারা সোনাক্ষীর বিয়ে নিয়ে নানা ধরনের চর্চা করছেন, তাদের সতর্ক করে শত্রুঘ্ন বলেন, “আমি আমার সিগনেচার সংলাপ ‘খামোশ’ দিয়ে তাদের সতর্ক করতে চাই। এটা আপনাদের বিষয় নয়, আপনারা আপনাদের কাজে মন দিন।” এই ঘটনার আগে এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেছিলেন, ‘আমরা সোনাক্ষীর বিচারবুদ্ধির ওপরে ভরসা রাখি। সে কখনো সংবিধান বর্হিভূত ও বেআইনি সিদ্ধান্ত নিতে পারে না। প্রাপ্তবয়স্ক হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অধিকার রয়েছে। আমার মেয়ে যখন বিয়ে করবে তখন আমি নাচব।’