২৩ জুন ২০২৪, রবিবার, ০৮:৩৫:৪২ পূর্বাহ্ন


ইজরায়েলের নয়টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করল হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৪
ইজরায়েলের নয়টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করল হিজবুল্লাহ ছবি: সংগৃহীত


বৃহস্পতিবার ইজরায়েলের নয়টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় রকেট ও সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়। মঙ্গলবার ইজরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার মারা যান। এর বদলা নিতেই এই হামলা বলে জানিয়েছে হিজবুল্লাহ।

প্রসঙ্গত, বুধবার ইজরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ২১৫টিরও বেশি রকেট ছোড়ে হিজবুল্লাহ। পাল্টা হিসেবে দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা চালায় ইজরায়েলি যুদ্ধবিমান। একটি সূত্রের দাবি, গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর হওয়ার পর ইজরায়েলে বৃহস্পতিবারই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

শুক্রবারও লেবাননের বন্দর নগরী টাইরের পূর্ব দিকের একটি ভবনে হামলা হয়েছে। হামলায় একজন মহিলা মারা যান। আহত বহু। তার মধ্যে একাধিক শিশুও রয়েছে। হিজবুল্লাহ গোষ্ঠী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইজরায়েলের উত্তর কমান্ডের সদর দপ্তর একটি গোয়েন্দা সদর দপ্তর ও একটি সামরিক ব্যারাকে সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। একটি সূত্রের খবর, অন্তত ৩০টি ড্রোন দিয়ে ইজরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়।