২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৯:১৫:০৭ অপরাহ্ন


ফুলবাড়ীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ চালক ও যাত্রী নিহত, স্বামী-স্ত্রী গুরুতর আহত
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৪
ফুলবাড়ীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ  চালক ও যাত্রী নিহত, স্বামী-স্ত্রী গুরুতর আহত ফুলবাড়ীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ চালক ও যাত্রী নিহত, স্বামী-স্ত্রী গুরুতর আহত


ঈদের কেনাকাটা করতে বাড়ি থেকে বেড়িয়েছিলেন জিন্নাত আরা (৫১)। কদিন বাদেই ঈদ তাই পরিবার-পরিজনদের জন্য খাবারসহ ঈদ সামগ্রী নিতে যাচ্ছিলেন শহরে। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় ঈদ করা হলো না তার। একইভাবে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন আবুল কাশেম (৫০)। হলো না আর ডাক্তারের চেম্বারে পৌঁছানো। দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনিও।

দিনাজপুরের ফুলবাড়ীতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন জিন্নাত আরাসহ দুইজন এবং গুরুত্বর আহত হন আবুল কাশেমসহ তার স্ত্রি।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাইহাট নামক স্থানে ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনায় ট্রাকসহ চালক মাসুম ইসলাম কালামকে (৩৬) আটক করা হয়েছে।

নিহত অটোরিকশার যাত্রীরা হলেন, পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর শিয়ালকোট এলাকার আফজাল হোসেনের স্ত্রী জিন্নাত আরা (৫০) এবং ফুলবাড়ী পৌরশহরের সুজপুর গ্রামের মৃত খাজের উদ্দিনের ছেলে অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩৮)।

এতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে অটোরিকশা যাত্রী পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর শিয়ালকোট এলাকার আবুল কাশেম (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগমকে (৪০)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ দুর্ঘটনার পরপরই এলাকাবাসী সড়ক অবরোধ করলে সড়কের উভয়পার্শে¦ প্রায় তিন কিলোমিটার জুড়ে সড়কে ছোটবড় যানবাহন আটক পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টার পর সড়ক অবরোধ তুলে দিলে যান চালাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী জানান, বারাইহাটের ওপর দিয়ে অটোরিকশাটি ফুলবাড়ী যাওয়ার সময় পিছন থেকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ফুলবাড়ীগামী হানিফ এন্টারপ্রাইজের কোচ ধাক্কা দিলে অটোরিকশাটি সড়কের মাঝখানে গিয়ে পড়ার সাথেই ফুলবাড়ী-দিনাজপুরগামী (ঢাকা-মেট্রো-ট-১৬-৩৪২৬) ট্রাকটির সঙে মুখোমুখি সংর্ঘষ ঘটলে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নজরুল ইসলাম ও যাত্রী জিন্নাত আরার মৃত্যু ঘটে। এ সময় স্থানীয়রা আহত অপর অটোরিকশা যাত্রী জাহানারা বেগম তার স্বামী আবুল কাশেমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

নিহত জাহানারা বেগমের ভাতিজা আরমান আলী বলেন, সকালে জাহানারা বেগম ফুলবাড়ীতে মাদ্রাসায় অধ্যায়ণরত মেয়েকে বাড়ী নিয়ে যাওয়াসহ স্বামী আবুল কাশেমকে ডাক্তার দেখানোর জন্য ফুলবাড়ী যাচ্ছিলেন এবং জিন্নাত আরা যাচ্ছিলেন ঈদের কেনাকাটার জন্য। পথিমধ্যে সড়ক দুর্ঘনায় জিন্নাত আরার মৃত্যু এবং আব্দুল কাশেম ও জাহানারা বেগম গুরুতর আহত হয়েছেন।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই তার নেতৃত্বে ১০ সদস্যের ফায়ার ফাইটার দল ঘটনাস্থলে গিয়ে সড়কে পড়ে থাকা অটোরিকশা চালক নজরুল ইসলাম ও যাত্রী জিন্নাত আরার মরদেহ ব্যাগে ভরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কাশেম ও তার স্ত্রী জাহানারা বেগমকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সড়কের অবরোধ তুলে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। হতাহতের পরিবার অভিযোগ দিলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।