২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:০৫:০৩ পূর্বাহ্ন


রাজশাহীর সারদায় পুলিশের ২৫২ ক্যাডেট এসআইকে অব্যাহতি
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৪
রাজশাহীর সারদায় পুলিশের ২৫২ ক্যাডেট এসআইকে অব্যাহতি রাজশাহীর সারদায় পুলিশের ২৫২ ক্যাডেট এসআইকে অব্যাহতি


রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআই এর মধ্যে ২৫২ জন প্রশিক্ষনার্থীকে অব্যহতি দেয়া হয়েছে। ট্রেনিংয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যহতি দেয়া হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদূর রহমান ভুইয়া।

তিনি জানান, বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (এসআই) ব্যাচের ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এটি শেষ হবার কথা ছিল ৪ নভেম্বর।

এর আগে, রোববার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র উপদেষ্টা সারদায় গেলেও সেখানে কোনো ধরনের আনুষ্ঠানিকতা হয়নি।