২৭ Jul ২০২৪, শনিবার, ০৯:৩৬:০১ পূর্বাহ্ন


মাঝ আকাশে বিমান ভ্যানিশ! নিখোঁজ মালওয়ির ভাইস প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২৪
মাঝ আকাশে বিমান ভ্যানিশ! নিখোঁজ মালওয়ির ভাইস প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত


নিখোঁজ আফ্রিকার ছোট্ট দেশ মালওয়ির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমা আর প্রাক্তন ফার্স্ট লেডি শানিল জিম্বিরি! সোমবার সকালে এই দুজনকে নিয়ে উড়েছিল বায়ুসেনার বিমান। রাজধানী লিলঙ্গে থেকে সেনার বিমানে এই দুই হেভিওয়েটের সঙ্গে আরও দশ যাত্রী ছিলেন।

রাজধানী থেকে ৩৭০ কিলোমিটার দূরে দেশের এক প্রাক্তন মন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন ভাইস প্রেসিডেন্ট। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট জায়গায় বিমান অবতরণ করতে পারেনি। এরপরই ভ্যানিশ! বিমান কোথায় গেল তার হদিশ মিলছে না। শুরু হয়েছে তল্লাশি।

মালওয়ির প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা গোটা বিষয়টি সম্পর্কে বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিমানের সন্ধানে জোর কদমে খোঁজ চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বড়সড় কোনও দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি। আমেরিকা, ব্রিটেন, নরওয়ে এবং ইজরায়েল এই ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছে। কিছুদিন আগে ইরানের পার্বত্য এলাকায় চপার ভেঙে মৃত্যু হয় সেদেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। ফের খারাপ খারাপ আবহাওয়ার কারণে বিমানের নিখোঁজ হয়ে যাওয়াতে তৈরি হয়েছে আশঙ্কা।