২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ০৯:৪০:১২ পূর্বাহ্ন


রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের তানোর উপজেলায় জেলা পরিষদের নির্মাণ স্থান পরিদর্শন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৪
রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের তানোর উপজেলায় জেলা পরিষদের নির্মাণ স্থান পরিদর্শন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের তানোর উপজেলায় জেলা পরিষদের নির্মাণ স্থান পরিদর্শন


বুধবার সকালে রাজশাহী তানোর উপজেলার জেলা পরিষদের নতুন ডাক বাংলো নির্মাণ স্থান পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং  রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এ সময় তিনি ডাক বাংলোর নির্মাণ স্থান নির্ধারণ করেন এবং উপজেলাতে আগত বিভিন্ন সরকারী কর্মকর্তাদের আবাসনের কথা বিবেচনা করে দ্রুত কাজ বাস্তাবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

এ ছাড়াও তিনি মুন্ডুমালা জেলা পরিষদ ডাক বাংলো ও মুন্ডুমালা বাজারে জেলা পরিষদের বিভিন্ন  জায়গা পরিদর্শন করেন। পরিদর্শন কালে সাধারন জনগণ সুপেয় খাবার পানির দূর্ভোগের কথা জানালে তিনি ডাক বাংলো সংলগ্ন স্থানে জরুরী ভিত্তিতে একটি গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় খাবার পানির দূর্ভোগ নিরসনে আশ্বস্থ করেছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।