১৩ মে ২০২৪, সোমবার, ০৬:০৫:০৬ পূর্বাহ্ন


হিট স্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২৪
হিট স্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু হিট স্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু


হিট স্ট্রোকে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। হিট স্ট্রোকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানিয়েছেন চিকিৎসকেরা। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ওই স্কুলছাত্রীর নাম রোশমিয়া জেবিন (১৬)। সে বটতলী এলাকার মনির আহমদ চেয়ারম্যান বাড়ির ফরিদ আহমেদের মেয়ে। পরিবারের সঙ্গে ঢাকায় থেকে পিলখানা বিজিবির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুলের দশম শ্রেণিতে পড়ত।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেবিনের স্বজন মঈনদ্দিন গফুর খোকন। তিনি বলেন, বুধবার বিকেলে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে জেবিন। পরে ওকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

তিনি আরও বলেন, ‘হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, সে হিট স্ট্রোকে মারা গেছে।’