০১ মে ২০২৪, বুধবার, ০৫:১৫:০৯ পূর্বাহ্ন


বাংলা ভাষা ও মানুষ - নাজিয়া নুসরাত
নাজিয়া নুসরাত
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২৪
বাংলা ভাষা ও মানুষ  - নাজিয়া নুসরাত বাংলা ভাষা ও মানুষ - নাজিয়া নুসরাত


বাংলা ভাষা ও মানুষ

                    - নাজিয়া নুসরাত

আমার আছে বাংলা ভাষা

শুনতে লাগে ভালো।

সোনার দেশে সোনার ভাষা

ছড়ায় সোনার আলো,

সোনার দেশের সোনার মানুষ

সোনার মতো রং

নানা রকম মানুষ এখন

নানা রকম ঢং

নানা রকম খাদ্য খাবার

নানা রকম কাজ

নানা রকম আচার রিতি

নানা রকম সাজ

নানা রকম নিতির গুনে

হয়না গুনাম্বিত

হয়না তারা শ্রেষ্ঠ যেন

দেশের মন্ত্রী প্রধান যত।

নানা রকম নিতি নিয়ে

সোনার দেশে বাস

নিতি গুনে হচ্ছে তারা

দূর্ণীতে ফাস্ট।।