২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:১১:৩৮ অপরাহ্ন


স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা
নাজিয়া নুসরাত
  • আপডেট করা হয়েছে : ০৯-০৩-২০২৪
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা


স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা

                                                         ...নাজিয়া নুসরাত

স্বাধীনতা তুমি আমার আশা

স্বাধীনতা তুমি আমার বুকের ভেতর গভীর ভালোবাসা

স্বাধীনতা তুমি আমার শান্তি মুখের নীড়

স্বাধীনতা তুমি বাংলার জনগণের

স্বাধীনতা তুমি আমার লক্ষ্য প্রাণের দান

স্বাধীনতা তুমি আমার দেশের সম্মান

স্বাধীনতা তুমি আমার রক্ত দিয়ে লিখা

স্বাধীনতা তুমি আমার লাল সবুজের পতাকা

স্বাধীনতা তুমি আমার একসাথে পথ চলা

স্বাধীনতা তুমি আমার মন খুলে কথা বলা

স্বাধীনতা তুমি আমার বীর সৈনিকের গান

স্বাধীনতার তুমি আমার ভাষার জন্য ঝরে যাওয়া শত প্রাণ

স্বাধীনতা তুমি আমার নতুন পুরাতন ইতিহাস

স্বাধীনতা তুমি আমার জনগণের জাতি বর্ণে মেলা

স্বাধীনতা তুমি আমার ৭ মার্চের ধনী

স্বাধীনতা তুমি আমার ১৬ই ডিসেম্বর মহান সরণি

স্বাধীনতা বয়ে নিয়ে আসুক নতুন দিগন্তের সকাল

স্বাধীনতা মাঝে গড়ে তুলি নতুন ঐ কল্যাণ।