২৭ Jul ২০২৪, শনিবার, ০২:০২:৩৫ অপরাহ্ন


রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নলকূপ মিস্ত্রির মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৪
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নলকূপ মিস্ত্রির মৃত্যু প্রতিকী ছবি


রাজধানীর ডেমরার কোনাপাড়া নিমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (২৭) নামে এক নলকূপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সাইফুল ইসলাম বলেন, আমরা পেশায় টিউবওয়েল মিস্ত্রি। ডেমরার কোনাপাড়া নিমতলী এলাকায় সাবমার্সিবল পাম্পের বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় হঠাৎ ফিরোজ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর সে পড়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই। পরে ওখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ফিরোজের গ্রামের বাড়ি সুনামগঞ্জের সদর থানার বানানী পাড়া এলাকায়। সে ওই এলাকার আলী হোসেনের ছেলে। বর্তমানে সে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকত। 

ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।