০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৪৬:৫৪ অপরাহ্ন


জয়পুুরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় আটক ১
নিরেন দাস(জয়পুুরহাট)প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২২
জয়পুুরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় আটক ১ জয়পুুরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় আটক ১


জয়পুুরহাটে ১৪ বছরের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার আসামীর মোঃ সনজাদ(৪০) নামে একজনকে আটক করেছে র‍্যাব-৫।

শনিবার (২৬ এ মার্চ) সন্ধায় সদস উপজেলার পূর্ব থিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত সদর উপজেলার পূর্ব থিপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলেমোঃ সনজাদ। 

অভিযান পরিচালনা করেন র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং সহকারি পুলিশ সুপার আমিনুল এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল।

আটককের বিষয়টি নিশ্চিত করে জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, গত ২৪ মার্চ দুপুর ১টায় সদর উপজেলার পূর্ব থিপুর গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের মাদ্রাসায় পড়ুয়া ১৪ বছরের মেয়ে বাড়িতে একা থাকার সুযোগে আটককৃত আসামী মো.সনজাদ জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময়ে মেয়েটির ডাক ও চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সনজাদ পালিয়ে যায়। 

ঘটনার পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষন এর চেষ্টার মামলা দায়ের করে। উক্ত মামলার ধারাবাহিতায় জয়পুুরহাট র‍্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে।

পরবর্তীতে আটককৃত আসামীকে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। 

রাজশাহীর সময়/এএইচ