২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩৯:১২ অপরাহ্ন


মহানগরীর কোর্টস্টেশন থেকে অর্থ প্রতারণা মামলার পলাতক আসামী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৫-০২-২০২৪
মহানগরীর কোর্টস্টেশন থেকে অর্থ প্রতারণা মামলার পলাতক আসামী গ্রেফতার দেড় কোটি টাকা প্রতারণা মামলার আসামী মোঃ হাবিবুর রহমান


রাজশাহী মহানগরীর কোর্টস্টেশন থেকে দেড় কোটি টাকা প্রতারণা মামলার পলাতক আসামী মোঃ হাবিবুর রহমানকে (৪২), গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্টস্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ হাবিবুর রহমান, সে রাজশাহীর গোদাগাড়ী থানার ব্রাক্ষণগ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে। 

সোমবার র‌্যাব-৫, রজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার হাবিবুর রহমানের বিরুদ্ধে গোদাগাড়ী থানার মামলা নং-৫২, তাং ৩১/০১/২০২৪ ইং। ধারা: ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড এর এজাহার নামীয় পলাতক আসামী। দীর্ঘদিন যাবত ব্যবসায়ীক সূত্রে বিভিন্ন লোকজনদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে আনুমানিক প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানা-সহ পূর্বে আরও মামলা রয়েছে। ইতিপূর্বে র‌্যাব-৫, আরও একবার আটক করে থানায় সোপর্দ করেছিল। গ্রেফতার আসামীকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।