০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৫২:১৫ পূর্বাহ্ন


ভাগ্যক্রমে বেঁচে গেলেন হাসনাত-সারজিস
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
ভাগ্যক্রমে বেঁচে গেলেন হাসনাত-সারজিস ভাগ্যক্রমে বেঁচে গেলেন হাসনাত-সারজিস


লোহাগাড়ায় শহিদ সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে গাড়ি যোগে ফেরার পথে ২ সমন্বয়ককে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এসময় চালকসহ ট্রাকটি আটক করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার এসআই মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের লোহাগাড়ায় শহিদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে গাড়ি যোগে ফেরার পথে চট্টগ্রাম অভিমূখী একটি চলন্ত ট্রাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাম আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িকে চাপা দিয়ে উভয় সমন্বয়ককে হত্যা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে, কবর জেয়ারতে যাওয়ার সময় ওই গাড়িতে উল্লেখিত সমন্বয়কদ্বয় ছিলেন, কিন্তু আসার সময় ওই গাড়িতে কেউ ছিলেন না। ফলে, ভাগ্যক্রমে উভয় জনই প্রাণে বেঁচে গেছেন। পরে জোর প্রচেষ্টা চালিয়ে থানা পুলিশ চালকসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ঢ ১২-১৮৫৪) আটক করে। চালকের নাম মো. মুজিবুর রহমান(৪০)। সে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বৈলর গ্রামের মৃত হামেদ আলীর পুত্র।