০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:০৮:৫৩ পূর্বাহ্ন


মহানগরীতে চোরাই মোটরসাইকেলের চক্রের সদস্য রয়েল গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
মহানগরীতে চোরাই মোটরসাইকেলের চক্রের সদস্য রয়েল গ্রেপ্তার মহানগরীতে চোরাই মোটরসাইকেলের চক্রের সদস্য রয়েল গ্রেপ্তার


রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলের বিশেষ কৌশলে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: মহব্বত আলী রয়েল(২৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুরের মোঃ কাওছার আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়ামিন।

তিনি জানান, গত ২৫ নভেম্বর বিকাল সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মহব্বত আলী রয়েল ৩-৪ জনের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর বিশেষ কৌশলে পরিবর্তন করে বিক্রি করে আসছে এবং একটি মোটরসাইকেল বিক্রির জন্য নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিতিত্তে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে আসামি মহব্বত আলী রয়েলকে একটি চোরাই মোটরসাইকেল-সহ  আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মোঃ মিজানুর রহমান ও ও সঙ্গীয় ফোর্স । 

জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়েল তার কয়েকজন সহযোগীর মাধ্যমে মোটরসাইকেল চুরি করে এবং তার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কেনা-বেচার সাথে জড়িত। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৫ নভেম্বর দিবাগত রাত পৌনে ২ টায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে দামকুড়া থানার চর মাঝারদিয়াড় গ্রামে পদ্মা নদীর মধ্য চর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।