২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৪:৫০:২১ অপরাহ্ন


লালপুরে আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৪
লালপুরে আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন লালপুরে আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


নাটোরের লালপুরে আদিবাসী এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা, কুজিপুকুর গ্রামের আদিবাসী  কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করে ধর্ষক নাইমের অবিলম্বে  গ্রেফতার দাবী করেন। উক্ত মানববন্ধনে  বক্তব্য রাখেন ভিক্টিমের মা সহ ভূমিহীন আঞ্চলিক কমিটির সহ সাধারণ সম্পাদক রাজিয়া বেগম, ভূমিহীন নেতা শিরীষ পাহাড়িয়া, ভূমিহীন নেতা বাপ্পি দাস, আদিবাসী কিশোরী দিদিশা পাহাড়িয়া, ভূমিহীন নেতা আকাশ আহম্মেদ প্রমুখ। 'নিজেরা করি' সংগঠনের  পক্ষ থেকে বক্তব্য রাখেন এলাকা প্রতিনিধি রীনা মন্ডল, বিভাগীয় সমন্বয়ক মোমিনুল ইসলাম, কর্মী রঞ্জনা দাস ও উত্তম কুমার রায়।