৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:০২:১৮ পূর্বাহ্ন


নগরীর উন্নয়ন ও সেবা কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন রাসিক মেয়র লিটন
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৯-১২-২০২৩
নগরীর উন্নয়ন ও সেবা কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের  সাথে মতবিনিময় করলেন রাসিক মেয়র লিটন নগরীর উন্নয়ন ও সেবা কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন রাসিক মেয়র লিটন


রাজশাহী মহানগরীর উন্নয়ন ও সেবা কার্যক্রম বিষয়ে রাসিকের সকল বিভাগীয় প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় নগরভবনে মেয়র মহোদয়ের দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় নগরীর চলমান সকল উন্নয়ন কার্যক্রম, রাজস্ব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কসমূহ, গোরস্থান, ঈদগাহ, সিটি হাসপাতাল, যানবাহন, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শ্লটার হাউজসহ সকল বিভাগের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

মতবিনিময় সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মোঃ ফরাদ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন,  নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ আসাদুজ্জামান সুইট,  সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এ সময় উপস্থিত ছিলেন।