২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪১:৪৭ অপরাহ্ন


মসজিদের কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৪
মসজিদের কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ ফাইল ফটো


গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর বেলা ২টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল ওই গ্রামের মৃত হাসিব উদ্দীনের পুত্র।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মালাধর গ্রামের আবুল কাশেমের পুত্র আব্দুল গফুর (৩৪), ফিরোজ খন্দকারের পুত্র শাকিল আহমেদ (২৭), সোহরাব খন্দকারের পুত্র সফিউল ইসলাম আহাদ (সোহাগ) কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নামাজের পর বেলা ২টার দিকে মসজিদের কমিটির নিয়ে আলোচনা চলছিল। এ সময় মালাধর উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মসজিদের মধ্যেই সংঘর্ষ বাধে। খবর পেয়ে দুই পাড়ার লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে অংশ নেয়। এতে সংঘর্ষ মসজিদের বাইরে ছড়িয়ে পরে। সংঘর্ষে উত্তরপাড়ার সাইদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায় এবং মতিন, শাহিন, আনিসুর ও মহব্বত নামের ৪ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত কাজ অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।