০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১১:০৬:৪১ পূর্বাহ্ন


রেস্তরাঁর বাইরে এক পুরুষের হাত ধরে মালাইকা!
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
রেস্তরাঁর বাইরে এক পুরুষের হাত ধরে মালাইকা! রেস্তরাঁর বাইরে এক পুরুষের হাত ধরে মালাইকা!


মালাইকার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার যন্ত্রণা নিয়ে নাকি ঘুরছেন অর্জুন। বিচ্ছেদ পরবর্তী অবসাদের কথাও প্রকাশ্যে এনেছেন অভিনেতা। যদিও মালাইকা একেবারে অন্য মেজাজে। তিনি নিজেই নিজের মর্জির মালিক, সে কথা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক পুরুষের সঙ্গে রেস্তরাঁর বাইরে হাত ধরা অবস্থায় দেখা গিয়েছে মালাইকাকে। তার পরেই ইনস্টাগ্রামে অর্জুন লেখেন, ‘‘অন্যের সুখেই নিজের সুখ খুঁজে নিই কারণ তাদের ভালবাসি।” পাল্টা জবাব আসে মালাইকার তরফে।

মনখারাপে ডুবে রয়েছেন, অবসাদে ভুগছেন— এ কথা অর্জুন নিজেই স্বীকার করেছেন। অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ দাবি করার কয়েক দিন পরেই মালাইকার একটি ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমে। অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল “আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।” স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে।

তবে মালাইকাকে ছাড়া যে ভাল নেই অর্জুন, আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সে কথা। মাঝেমধ্যেই তাঁর মনখারাপ। বিচ্ছেদের যন্ত্রণা এতটাই তীব্র, সময়ের পরোয়া না করে রাত তিনটের সময়ও মেসেজে করেছেন প্রাক্তনকে! এমন দিনও গেছে তাঁর। তবে প্রেম ভাঙার পরই মালাইকা ঘোষণা করে দেন, নিজের ভালমন্দের উপর বাড়তি নজর দেবেন। তাই অর্জুন যখন একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন, সেই সময় যেন সোজাসাপটা ভাবেই মালাইকা লিখলেন, ‘‘আমার অত সময় নেই কে আমাকে নিয়ে মন্দ কথা বলছে কান দেব। বরং আমি ব্যস্ত তাঁদের ভালবাসতে, যাঁরা আমাকে ভালবাসে।”