২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৫:১৩:২৮ অপরাহ্ন


সিংড়ায় অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৩
সিংড়ায়  অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ সিংড়ায় অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, নাটোর-৩ (সিংড়া) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে প্রতিপালনের উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বিভিন্ন স্থান হতে নির্বাচন সংশ্লিষ্ট অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেন এবং উপস্থিত জনসাধারণকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত করেন। একই সাথে নির্বাচনকালীন সময়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, মাননীয়  নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই মাঠে নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা সবগুলো অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করেছি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবেনা।

এসময় সিংড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।