০৪ মে ২০২৪, শনিবার, ০১:০৪:২৮ অপরাহ্ন


সিংড়ায় বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট চাইছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ
সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২৩
সিংড়ায় বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট চাইছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ


আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩, সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে নৌকার ভোটে নেমেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

সোমবার (১১ ডিসেম্বর ) সিংড়া পৌর সভার ৯ নং ওয়ার্ড এলাকায় সারা দিন বাড়ি বাড়ি গিয়ে ভোট চান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এছাড়া শেরকোল ও ছাতার দিঘী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নৌকার ভোট চান উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকালে ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে নৌকার ভোট চেয়ে লিফলেট বিতরন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এদিকে ভোট প্রার্থনার পাশাপাশি নৌকা বিজয়ের লক্ষ্যে বিকালে ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় বর্ধিত সভা। এতে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম, সাধারন সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, যুবলীগ নেতা রুবেল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।