২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৩
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ফাইল ফটো


রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

রোববার (৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-৬ জন ও পবা থানা-২ জনকে আটক করে।

যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৩ গ্রাম হেরোইন ও পলাতক আসামির ফেলে যাওয়া ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।