২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৮:৩৫:০৬ অপরাহ্ন


জয়পুরহাটে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৩
জয়পুরহাটে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ


জয়পুরহাটের কালাইয়ে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে বগুড়ার শজিমেক হাসপাতালে বাবা আব্দুল আলিম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে উপজেলার আনিপুকুর গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলে রিজভি আহম্মেদ (২১) বাবা আব্দুল আলিমকে কুড়াল দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলিমের। ঘটনার পর থেকে ছেলে রিজভি পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই বাবলু ফকির বাদী হয়ে রিজভি ও তার স্ত্রী জান্নাতি বেগমকে আসামি করে কালাই থানায় হত্যা মামলা করেছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আলিমের মৃত্যুর খবর পেয়েছি।

এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।