২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৯:১৪:৪২ অপরাহ্ন


হরতালে নাটোরে বাসে আগুন
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৩
হরতালে নাটোরে বাসে আগুন হরতালে নাটোরে বাসে আগুন


বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে থাকা মুক্তি সেনা নামে এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৩টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুবৃত্তরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তি সেনা নামে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা ঘটনাস্থলে এসে বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসে আগুন দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি নাসিম আহমেদ জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায় নি। দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ করছে। যেই করুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।