শেষ পর্যন্ত রাজধানীর মতিঝিলের আরামবাগ মোড়ে হচ্ছে জামায়াতের সমাবেশ। দলটির নেতাকর্মীদের মিছিল-স্লোগানে উত্তাল সমাবেশস্থল।
সমাবেশ উপলক্ষে শনিবার সকাল থেকেই জামায়াত নেকাকর্মীরা মতিঝিলের শাপলা চত্বরের আশপাশে অবস্থান নেয়। পুলিশ বিভিন্ন পয়েন্টে তাদের ব্যারিকেড দিয়ে রাখে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরামবাগ মোড় থেকে শুরু করে আশেপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় পূর্ণ হয়ে গেছে। আরামবাগ মোড় থেকে শুরু করে ফকিরাপুল, কমলাপুর, মতিঝিল আইডিয়াল পর্যন্ত ছড়িয়ে গেছে।
সরেজমিন দেখা যায়, বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমনে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রুপ বেঁধে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। অনেকের হাতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রয়েছে।
এদিকে জামায়াতের সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নেতাকর্মীদের আনাগোনার আগে থেকেই পুলিশ শাপলা চত্বরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এরমধ্যেই একদল নেতাকর্মীরা শাপলা চত্বরে ঢুকে পড়ে।