২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৩০:২৫ অপরাহ্ন


১০০ কেজি গাঁজা খেয়ে ভেড়া হলো ছাগল !
তুরজিন তানজিম :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৩
১০০ কেজি গাঁজা খেয়ে ভেড়া হলো ছাগল ! ১০০ কেজি গাঁজা খেয়ে ভেড়া হলো ছাগল !


অল্প নয় প্রায় ১০০ কেজি গাঁজা সাবাড় করে দিল ভেড়ার পাল। গ্রিসের থেসালিতে এ ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই গাঁজার নেশায় ভেড়ার দল ছাগলের চেয়েও উঁচু লাফ দিতে দেখা গিয়েছে।

গ্রিসে এবার ভয়াবহ বন্যা হয়েছে। ফলে বহু অঞ্চলেই জনজীবন বিপর্যস্ত। এহেন অবস্থায় না-মানুষদের অবস্থা আরও কাহিল। ওই ভেড়ার পালও তেমনই অসহায় হয়ে পড়েছিল। খিদের চোটে তারা পৌঁছে গিয়েছিল এক ব্যক্তির ব্যক্তিগত গাঁজার খামারে। আর সবুজ পাতা দেখে ওটাকেই খাদ্য মনে করে তারা চড়াও হয় সেখানে।

এমন দৃশ্য দেখে মাথায় হাত খেতের মালিকের। তিনি জানাচ্ছেন, ”বুঝতে পারছি না হাসব না কাঁদব। প্রথমে তাপপ্রবাহের কবলে পড়ে বহু ফসল নষ্ট হল। এরপর বন্যা এল। প্রায় সবই হারিয়ে ফেলেছিলাম। শেষে এই কাণ্ড! ভেড়াগুলো গ্রিনহাউসে ঢুকে পড়ে সব খেয়ে সাফ করে দিয়েছে।” খামারের মালিকই জানিয়েছেন, ভেড়ার পাল ছাগলের চেয়েও উঁচুতে লাফ দিচ্ছিল।

প্রসঙ্গত, ওষধি হিসেবে গাঁজার চাষ গ্রিসে ২০১৭ সাল থেকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কেবল তাই নয়, গাঁজার চাষ করে সেদেশের অর্থনৈতিক দিক থেকেও অনেকে লাভবান হয়েছে।