২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:২৬:২৫ পূর্বাহ্ন


নাটোরে ভাত-ভর্তা খেয়ে অসুস্থ পরে মৃত্যু দু’বোনের
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৩
নাটোরে ভাত-ভর্তা খেয়ে অসুস্থ পরে মৃত্যু দু’বোনের ফাইল ফটো


নাটোরের সিংড়ায় মাছ ভর্তা দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে বাড়িতে টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে বমি করতে করতে লুটিয়ে পড়ে তারা। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে।

দুই বোন উপজেলার মালকুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী নাজিম উদ্দিনের মেয়ে। এর মধ্যে একজন বাদোপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফেমা খাতুন (১৫) এবং আরেকজন মালকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিয়া খাতুন (৯)।

জানা গেছে, অসুস্থ দুই বোনকে স্বজনরা প্রথমে নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেমা মারা যায়। হাসপাতালে ভর্তির পর ফারিয়াও মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানান তাদের চাচা মিজানুর রহমান।

মা আকলিমা খাতুন বলেন, মেয়েদের লেখাপড়া শেষ হলে টাকি মাছের ভর্তা করে ভাত খেতে দেন। ১০ মিনিট পর পেট ব্যথা করছে বলে জানায়। পরে বমি করতে করতে লুটিয়ে পড়লে হাসপাতালে নেন।

স্থানীয় ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, পারিবারিকভাবে তাদের কোনো দ্বন্দ্ব ছিল না। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।