১৮ মে ২০২৪, শনিবার, ০৯:২৮:১৬ অপরাহ্ন


স্মার্ট বাংলাদেশে বিনোদনেরও উন্নয়ন করতে চাই – পলক
সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৩
স্মার্ট বাংলাদেশে বিনোদনেরও উন্নয়ন করতে চাই – পলক ছবি- সংগৃহীন


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়ন সুশাসনের পাশাপাশি বিনোদনেরও উন্নয়ন করতে চাই। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরন করতে চাই। আমরা সাফল্যের শিকড়ে যেতে চাই তবে শিকড়কে ভুলে নয়।

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) নাটোরের সিংড়ার আত্রাই নদীতে দিনব্যাপী চলনবিল নৌকা বাইচ উৎসব  শেষে বিজয়ীদের পুরুস্কার বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধু বলতেন আমাদের আছে মাটি আমাদের আছে মানুষ আমাদের আছে নিজস্ব সংস্কৃতি। এটাকে কেন্দ্র করেই আমরা একটি অর্থনৈতিক মডেল তৈরী করবো।

আমরা ছোট বেলায় নৌকা বাইচ খেলা দেখেছি আমাদের সন্তানেরা কিন্তু দেখার সুযোগ পাইনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্যই আমরা প্রতি বছর চলনবিল নৌকা বাইচ উৎসবের আয়োজন করতে চাই। উত্তর বঙ্গের সর্ববৃহৎ নৌকা বাইচ করতে পারছি বলে আমরা আনন্দিত। প্রায় লক্ষাধিক মানুষ আমাদের এই নৌকা বাইচ উৎসব উপভোগ করেছেন।

প্রতিমন্ত্রী পলকের উদ্যোগে চলনবিল নৌকা বাইচ উৎসবে  পাবনা সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে প্রায়  ৩৪ টি ছোট বড় নৌকা অংশ গ্রহন করেন। বাইচ শেষে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে আসা স্বপ্নের তরী প্রথম এবং বাংলার বাঘ নামক বাইচের নৌকা দ্বিতীয় এবং শাপলা এক্সপ্রেস নামক বাইচের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। পরে সন্ধা সাড়ে ৭ টায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চলনবিল নৌকা বাইচ উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নৌকা বাইচ উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচীব ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমিন,  উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ আল ইমরান, সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান প্রমূখ।