অভিনব কায়দায় মাদক বহণ কালে নাটোরের লালপুর থানা এলাকায় থেকে ৫ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) নাটোরের লালপুর থানা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নাটোর জেলার লালপুর থানার ঈশ্বরপাড়া (পূর্বপাড়া) এলাকার মোঃ সোনাউল্লাহ প্রামানিক ছেলে মোঃ আলমগীর প্রামানিক (৪৫), একই গ্রামের মোঃ আলমগীর প্রামানিকের ছেলে মোঃ রাজু প্রামানিক (২৪),একই থানার গোসাইপুর গ্রামের জাফর আলীর ছেলে মোঃ হায়দার আলী (৪৮) ও ঈশ্বরপাড়া (পূর্বপাড়া)। তবে মোঃ হায়দার আলী (৪৮) ও মোঃ রাজু প্রামানিক (২৪) পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা পলাতক আসামীসহ জব্দকৃত আলামত গাঁজা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।